No Internet Connection !

বাংলাদেশের প্রাণী ও প্রাণিজ সম্পদ

প্রশ্ন: বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় কবে? উ: ৫ মে, ১৯৯৫ সালে।
প্রশ্ন: 'বাংলাদেশ গবাদিপশু গবেষণা ইনস্টিটিউট' কোথায়? উ: ঢাকার সাভারে।
প্রশ্ন: 'ব্ল‍্যাক কোয়াটার' কী? উ: গবাদিপশুর রোগ।
প্রশ্ন: বাংলাদেশে 'মহিষ প্রজনন কেন্দ্র' কোথায়? উ: বাগেরহাট।
প্রশ্ন: বাংলাদেশে 'হরিণ প্রজনন কেন্দ্র' কোথায়? উ: কক্সবাজার জেলার চকোরিয়া থানার ডুলাহাজরায়।
প্রশ্ন: বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায়? উ: সাভারে।
প্রশ্ন: বাংলাদেশে 'ছাগল প্রজনন কেন্দ্র' কোথায়? উ: সিলেটের ঢিলাগড়ে।
প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায়-গো-চারণ ভূমি রয়েছে? উ: পাবনা ও সিরাজগঞ্জে।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম পশু কোনটি? উত্তর: হাতি।
প্রশ্ন: বিশ্বে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? উত্তর: কুষ্টিয়া গ্রেড।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পশু কি? উত্তর: রয়েল বেঙ্গল টাইগার।
প্রশ্ন: ব্ল‍্যাক বেঙ্গল কি? উত্তর: কালো জাতের ছাগল।
প্রশ্ন: রাজ কাঁকড়া কি? উত্তর: বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম।
প্রশ্ন: যমুনাপাড়ী ছাগলের অপর নাম কি? উত্তর: রামছাগল।
প্রশ্ন: বার্ডফ্লু কি? উত্তর: পাখির এক ধরনের ইনফ্লুয়েঞ্জা।
প্রশ্ন: দেশে উৎপাদিত দুধের শতকরা পরিমাণ কত? উত্তর: ৯০ ভাগ।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামার কোথায় অবস্থিত? উত্তর: ফকিরহাট, বাগেরহাট।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামার কবে স্থাপিত হয়? উত্তর: ১৯৮৪ সালে।
প্রশ্ন: দেশের প্রথম প্রজাপতি পার্ক কোথায় অবস্থিত? উত্তর: পতেঙ্গা, চট্টগ্রাম।
প্রশ্ন: দেশের প্রথম কুমির খামার প্রতিষ্ঠা করা হয় কবে? উত্তর: ২০০৩ সালে।
প্রশ্ন: কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার বা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর: হাজীগঞ্জ, নারায়ণগঞ্জ (স্থাপিত ১৯৮৬ সালে)।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় মাছ কি? উত্তর: ইলিশ।
প্রশ্ন: মাছ কোন জাতীয় খাদ্য? উত্তর: প্রাণিজ আমিষ।
প্রশ্ন: সুন্দরবনের দক্ষিণে অবস্থিত 'দুবলার চর' কেন বিখ্যাত? উত্তর: মাছ ও শুটকির জন্য।
প্রশ্ন: 'White Gold' কি? উত্তর: বাংলাদেশের চিংড়ি সম্পদ।
প্রশ্ন: সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত? উত্তর: সামুদ্রিক মাছ শিকারের জন্য।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পশু কী? উ: রয়েল বেঙ্গল টাইগার।
প্রশ্ন: 'গোট প্লেগ' কী? উ: ছাগলের রোগ।
প্রশ্ন: বাংলাদেশের অতিথি পাখি আসে কোথা থেকে? উ: সাইবেরিয়া থেকে।
প্রশ্ন: যমুনাপাড়ি ছাগলের অপর নাম কী? উ: রামছাগল।
প্রশ্ন: বাংলাদেশে কত প্রজাতির সরীসৃপ প্রাণী দেখা যায়? উ: ১২০ প্রজাতির।
প্রশ্ন: বাংলাদেশে কত প্রজাতির পাখি দেখা যায়? উ: ৫৬৭ প্রজাতির।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম কুমির প্রজনন কেন্দ্র বা চাষাবাদ হয়? উ: ময়মনসিংহের ভালুকায়।
প্রশ্ন: বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে গবাদিপশুর রোগ 'গো-বসন্ত' মুক্ত ঘোষণা করা হয় কবে? উ: ২ জুন ২০১১ সালে।
প্রশ্ন: সুন্দরবনে বাঘ গণনায় যে পদ্ধতি ব্যবহার করা হয় তার নাম কী? উ: পাগমার্ক।
প্রশ্ন: 'গো বসন্ত' কী? উ: গবাদি পশুর রোগ।
প্রশ্ন: 'সিকি', 'শাহীওয়াল, 'ফ্রিজিয়ান' 'জারসী' 'আয়ের শায়ার' কী? উ: উন্নত জাতের গরু।
প্রশ্ন: 'ডাক প্লেগ' ও 'রোপা' কী? উ: হাঁসের রোগ।
প্রশ্ন: বাংলাদেশের কত শতাংশ লোক পশু সম্পদের ওপর নির্ভরশীল? উ: ২০ শতাংশ।
প্রশ্ন: 'রাণীক্ষেত', 'বসন্ত', 'রক্ত আমাশয়', 'কলেরা', 'রূপা' কী? উ: মুরগির রোগ।
প্রশ্ন: Black Bengal (কৃষ্ণবঙ্গ) কী? উ: কালো জাতের ছাগল।
top
Back
Home
Gsearch